সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্পাদক হলেন স্বপন ও অর্থ সম্পাদক সানজিদা

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৮ | আপডেট: ৫:২৪:অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৮

গাইবান্ধা প্রতিনিধি :

সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে নৃত্য শিক্ষক স্বপন কুমার সাহা ও নাট্যকর্মী সানজিদা আক্তার মিলিকে অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার বিকেলে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধা জেলা শাখার সভাপতি আলমগীর কবির বাদল।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল রোববার রাতে জেলা শহরের কাঠপট্টি রোডের নাট্য সংগঠন পদক্ষেপ চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধা জেলা শাখার বিশেষ সভা অনুষ্ঠিত হয়। আলমগীর কবির বাদলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কবি সরোজ দেব, সাজেদুল হক নান্টু, শাহ আলম বাবলু, উত্তম সরকার, জুলফিকার চঞ্চল, আরিফুল ইসলাম বাবু, শহিদুল্যাহেল কবির ফারুক, হাসিবুর রহমান স্বপন, আব্দুর রউফ, স্বপন কুমার সাহা, মুকসুদ আলম লাল, শাহানাজ আমিন মুন্নি, শাহজাহান সিরাজ, ইদি আমিন, আশরাফুল ইসলাম ও জাহাঙ্গীর আলম প্রমুখ। বিশেষ ওই সভায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সকলের সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্র মোতাবেক অনাস্থা প্রস্তাবের মাধ্যমে জান্নাতুল ফেরদাউস জাহিদকে সাধারণ সম্পাদকের পদ হতে অব্যাহতি দেয়া হয়। একই সাথে স্বপন কুমার সাহাকে সাধারণ সম্পাদক এবং সানজিদা আক্তার মিলিকে অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

Print Friendly, PDF & Email