আমতলীতে জমি নিয়ে সংঘর্ষ, শিশুর মৃত্যু সোহানুর রহমান সোহানুর রহমান হেড অব নিউজ প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, জুলাই ১২, ২০১৮ | আপডেট: ৮:৩০:অপরাহ্ণ, জুলাই ১২, ২০১৮ SHARES আমতলী (বরগুনা) প্রতিনিধি: আমতলী উপজেলার ছোট নীলগঞ্জ গ্রামে জমি নিয়ে সংঘর্ষে আহত শিশু ইমাম হোসেন (২) চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার সকালে মারা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, ছোট নীলগঞ্জ গ্রামের ছোবাহান হাওলাদার ও তার চাচাত ভাই নুরুল ইসলাম হাওলাদারের মধ্যে ২১ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত ৫ জুলাই দুপুর ৩টার সময় সোবাহান হাওলাদার ও নুরুল ইসলামের লোজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় শিশু ইমাম হোসেন গুরুতর আহত হন। আহত অবস্থায় ওই দিন তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ৮ দিন চিকিৎসা শেষে বৃহস্পতিবার সকালে ইমাম হোসেন মারা যান। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলাউদ্দিন মিলন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনার মর্গে পাঠানো হয়েছে। আরও পড়ুন চট্টগ্রাম ক্লাবে এ্যাপেলো হসপিটাল চেন্নাই চট্টগ্রাম সেন্টারের ক্যান্সার প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বন্দর হাইস্কুল শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নিমতলা আওয়ামীলীগ-যুবলীগ