অবৈধ অনুপ্রবেশের দায়ে বেনাপোল সীমান্তে ২৪ নারী-পুরুষ ও শিশু আটক মোঃ আয়ুব হোসেন (পক্ষী) মোঃ আয়ুব হোসেন (পক্ষী) বেনাপোল প্রতিনিধি প্রকাশিত: ১:৪৭ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০১৮ | আপডেট: ১:৪৭:পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০১৮ SHARES অবৈধ অনুপ্রবেশের দায়ে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ৯ জন পুরুষ, ১০ জন নারী ও ৫ জন শিশু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা । শুক্রবার ভোরে সীমান্তের পুটখালী গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বাড়ি নড়াইল, ফরিদপুর, বাগেরহাট ও যশোর জেলার বিভিন্ন এলাকায়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে বেশ কিছু নারী-পুরুষ ও শিশু অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য পুটখালী গ্রামের উত্তর পাড়ার একটি বাড়িতে অবস্থান করছে ।এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সীমান্তের ১৬২ আর পিলারের পাশের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে ৯ জন পুরুষ, ১০ জন নারী ও ৫ জন শিশু আটক করে। বেনাপোল পুটখালী বিজিবি কোম্পানি সদরের কমান্ডার সুবেদার ওমর ফারুক ২৪ জন নারী-পুরুষ ও শিশু আটকের বিষয়টি নিশ্চিত করে জানান অবৈধ অনপ্রবেশ আইনে মামলা দিয়ে আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। আরও পড়ুন বরিশালে জমি বিরোধ নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ ॥ আহত ৬ পটুয়াখালীতে সালিশ দেখতে গিয়ে দু’গ্র“পেরই পিটানি খেলো স্কুল ছাত্র