বাউফলে সড়ক দুর্ঘটনায় বিদ্যুৎকর্মীর মৃত্যু মুজিবুর রহমান মুজিবুর রহমান বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৮ | আপডেট: ৮:৩৫:অপরাহ্ণ, জুন ১৪, ২০১৮ SHARES পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া-দশমিনা সড়কের আয়নাবাজ কালাইয়া এলাকায় মো. হানিফ (৪০) নামের এক বিদ্যুৎ কর্মীর সড়ক দূর্ঘনায় মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। মো. হানিফ পটুয়াখালী পল্লীবিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের মিটার রিডার হিসেবে কর্মরত ছিলেন। বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে অফিসের কাজের জন্য মোটরসাইকেল যোগে বাউফল অফিস থেকে দশমিনা অফিসে যাচ্ছিলেন বিদ্যুৎ কর্মী হানিফ। কালাইয়া-দশমিনা সড়কের আয়নাবাজ কালাইয়া এলাকায় পৌছলে মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই তার (হানিফ) মৃত্যু হয়। আরও পড়ুন ড. কামাল বললেন, অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি হওয়া উচিৎ চকবাজারে বাড়ছে লাশের সংখ্যা