সোনাগাজী মাদ্রাসা নতুন ভবন নির্মানে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকারের অনুদান
আবদুল্লাহ রিয়েল আবদুল্লাহ রিয়েল
ফেনী জেলা প্রতিনিধি

ফেনীর সোনাগাজী উপজেলার ৫ নং চর দরবেশ ইউনিয়নের নাডুমিয়া বাড়ির দরজায় অবস্হিত “মাদ্রাসা কানজুম উলুম (বাগিশ পুর) এর নতুন ভবন নির্মানে অনুদান হিসাবে ৩০ হাজার টাকা প্রদান করেন ফেনী জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার। বুধবার দুপুরে তাঁর অনুদানের টাকা সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, মাদ্রাসার দাতা সদস্য কাজি মাসুদের হাতে তুলে দেন।