বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে ঘর ভাংচুর আহত ১

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৮ | আপডেট: ১২:৩৮:পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৮

বাকেরগঞ্জ প্রতিনিধি
বাকেরগঞ্জে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের দাওকাঠী গ্রামে জমি সংক্রান্ত বিরোধে ঘর ভাংচুর ও একজন আহতর অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে, রঙ্গশ্রীর দাওকাঠী গ্রামের আজিজ হাওলাদরের স্ত্রী রিনা বেগমের সাথে একই বাড়ির মোন্তাজ উদ্দিন হাওলাদারের পুত্র আব্দুল রাজ্জাকের দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। গত ১৬ এপ্রিল সকাল আনুমানিক ৭ টায় আব্দুল রাজ্জাক রিনা বেগমের ঘর ভাংচুর করে এ সময় রিনা বাধা দিলে আ: রাজ্জাক ও তার স্ত্রী হেপী বেগম লাটি সোটা দিয়ে পিটিয়ে আহত করে। এসময় রিনা বেগমের ডাক চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে আহকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। সূত্রে জানায়, আ: রাজ্জাক দীর্ঘ দিন যাবত রিনা বেগমের জমি জোড়পূর্বক ভোগ দখল করে আসছে। জমি সংক্রান্ত বিরোধে এলাকার গন্যমান্য ব্যাক্তিরা বহুবার শালিস মিমাংসা করলেও দখলবাজ রাজ্জাকের দাপটে কোন সুরাহা মেলেনি। এ ঘটনায় রিনা বেগম বাদি হয়ে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

Print Friendly, PDF & Email