
বরিশালের বাবুগঞ্জ উপজেলা কৃষি অধিদফতরের উদ্যোগে ১শত ১০জন চাষীদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরন করা হয়েছে। সোমববার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদারের সভাপতিত্বে ও উপ-সহকারি সাদেকুর রহমান সুরুজ সিকদারের পরিচালনায় সার বীজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাডঃ শেখ মোঃ টিপু সুলতান এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন,মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী,উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম,চাঁদপাশা ইউনিয়ন চেয়ারম্যান আনিচুর রহমান সবুজ,রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ,উপজেলা আ’লীগের সহ-সভাপতি আঃ মন্নান হাওলাদার প্রমূখ।