এয়ারপোর্ট থানা প্রেস ক্লাবের নুরুজ্জামান সভাপতি ও সম্পাদক এম. লোকমান
জি এম নিউজ জি এম নিউজ
বাংলার প্রতিচ্ছবি

স্টাফ রিপোর্টার ॥ বরিশালের অন্যতম সাংবাদিক বান্ধব সংগঠন এয়ারপোর্ট থানা প্রেস ক্লাবের (২০১৮-২০১৯) দুই বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল (১৬ এপ্রিল) সংগঠনের ২৫ সদস্যদের উপস্থিতিতে এক বিশেষ সভায় সবার সর্বসম্মতিক্রমে মো. নুরুজ্জামানকে (দৈনিক বরিশাল কাগজ) সভাপতি ও এম. লোকমান হোসাঈনকে (দৈনিক আজকের সময়ের বার্তা) সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটিতে সহ-সভাপতি মো. কামরুল আলম মামুন (দৈনিক ঘোষণা), সহ-সাধারণ সম্পাদক মো. সোহেল খাঁন (দৈনিক ভোরের অঙ্গীকার), সাংগঠনিক সম্পাদক মো. ফরহাদ হোসেন ফুয়াদ (দৈনিক আজকের সময়ের বার্তা), অর্থ ও প্রচার বিষয়ক সম্পাদক মো.পারভেজ সরদার (দৈনিক কলমের কণ্ঠ), কার্যনিবার্হী সদস্য মো. একরামুল কবির (দৈনিক বরিশাল কাগজ),
মো.ইমরান হোসেন (দৈনিক ভোরের অঙ্গীকার) ও মো. মনিরুজ্জামন খাঁন (দৈনিক বরিশাল প্রতিদিন) নির্বাচিত হন। সভা শেষে সবাইকে শুভেচ্ছা জানান সংগঠনের নতুন নেতৃবৃন্দ। নেতারা এয়ারপোর্ট থানা প্রেস ক্লাব নতুন উদ্যমে সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।