বাবুগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত
কাওসার মাহমুদ মু্ন্না কাওসার মাহমুদ মু্ন্না
( স্টাফ রিপোর্টার )

বরিশাল- বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুল আলম ফকির গত ১৪ এপ্রিল রাত ১০ টার দিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। পথচারি আহত শামসুল আলম ফকিরকে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
আহত সূত্রে জানা গেছে, রাত ১০ টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের ছয়মাইলরে নকিটবর্তী রাজমাথা নামক স্থানে দ্রুতগামী একটি বাসের ধাক্কায় রাস্তা থেকে বাইরে ছিটকে পড়েন শামসুল আলম ফকির। বাসটি তাকে ধাক্কা দিয়ে দ্রুত স্থান ত্যগ করে। সে সময় পথচারি বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগ তৌকির আলম তুষার ও শুভ , মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে শামসুল আলমকে উদ্ধার করে দ্রুত আলফা ভাড়া করে বরিশাল শেবাচিম হাসপাতালে হাসপাতালে ভর্তি করেন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বাবুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইসরাত হোসেন কচি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহেদুল ইসলাম প্রিন্স, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভাইস পিন্সপাল মকবুল আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার নূরইসলাম খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল আহসান হিমু খান , উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিমুল শিকদার, উপজেলা বিএনপির উপদেষ্টা মোসারফ খান, উপজেলা আওয়ামীলীগ নেতা সাহরিয়া আহমেদ শিল্পি, ফারুক মির, মান্নান ফকির, ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম খান, উপজেলা বিএনপির প্রকাশনা সম্পাদক মনিরউজ জামান খোকন , উপজেলা যুবদলের জুগ্ন সাধারণ সম্পাদক মহাসিন আলম , চাঁদপাশা ইউনিয়ন জুবদলের সভাপতি বাচ্ছু মৃধা , উপজেলা ছাত্রদলের নেতা আক্তউজ জামান নাসির, আরিফুল ইসলাম রবিন, জুবায়ের আহমেদ, মো: সাহিন, বিলাল, ইমরান, সৌরভ প্রমুখ । বরিশাল শেবাচিম হাসপাতালে দেকতে যান ও তার সুস্থতা কামনা করে।