
বাবুগঞ্জের দঃ ভুতের দিয়া (নতুন চর) এলাকার কৌশলী মাদক ব্যবসায়ীকে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। গত শনিবার নতুনচর এলাকার মুজাহরের খেয়া ঘাট থেকে মাদক ক্রয় বিক্রয়ের সময় ১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার হয় আইয়ুব আলীর পূত্র মোকসেদুল ইসলাম(২৫)। বাবুগঞ্জ থানার চৌকশ পুলিশ অফিসার এস আই তাজেল ও এএসআই সেলিম অভিযানটি পরিচালনা করেন।