বরিশাল :
বরিশাল নগরের কাউনিয়া থানাধীন এলাকার একটি ডোবা থেকে তৃতীয় শ্রেনীর এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোবাবর (১৫ এপ্রিল) বেলা ১২ টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।মৃত বেলাল শেখ (১০) নগরের গগন গলি এলাকার আঃ রব শেখের ছেলে ও স্থানীয় মৎস শ্রমিক প্রাথমিক বিদ্যালয়েরর তৃতীয় শ্রেনীর ছাত্র। মৃতের বড়ভাই লিটন জানান, গতকাল সকাল ৯ টায় বাসা থেকে বের হয়ে নিঁখোজ হয় বেলাল। ওইদিন দুপুর থেকে তার খোজ শুরু করলেও কোন সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সকালে কাউনিয়া এলাকার বীনাপানি সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কাউনিয়া থানার এসআই আশরাফ হোসেন।