বাউফলে মাইটিভি’র বর্ষপূর্তি পালন

মুজিবুর রহমান মুজিবুর রহমান

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৮ | আপডেট: ৭:২১:অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৮

পটুয়াখালীর বাউফলে র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে মাইটিভির ৯ম বর্ষপূর্তি পালন করা হয়েছে। আজ রবিবার সকাল ১০ টায় অনুষ্ঠান উপলক্ষ্যে একটি বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও ৯ পাউন্ড ওজনের একটি কেক কাটা হয়।

আলোচনা সভায় বাউফল মাইটিভি দর্শক ফোরামের পক্ষ থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, ওসি মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাউফল সরকারি কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মোঃ বদরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান, সম্পাদক এম অহিদুজ্জামান ডিউক ও দৈনিক মানকন্ঠের বাউফল প্রতিনিধি জসিম উদ্দিন খান।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কমর্রত সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার লোক উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email