খালেদার সঙ্গে দেখা করেছেন পরিবারের সদস্যরা

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৬:৪৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৮ | আপডেট: ৬:৪৯:পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, দুই নাতনি জাফিয়া ও জাহিয়ার সঙ্গে আরো ছিলেন খালেদা জিয়ার ভাই ও তার স্ত্রী এবং বোন।

গতাল শনিবার বিকাল ৪টার দিকে ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে যান পরিবারের সদস্যরা। কারাগার ও বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রতি বছর আমাদের বৈশাখের অনুষ্ঠানে থাকতেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। এখন তিনি কারাগারে। একটি মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে তাকে কারাগারে বন্দি রাখা হয়েছে।

Print Friendly, PDF & Email