কাউখালীতে পহেলা বৈশাখ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০১৮ | আপডেট: ৮:৪৮:অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০১৮

কাউখালী প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আবহমান গ্রাম বাংলার লোকজ সাংস্কৃতি ভিত্তিক মঙ্গল শোভাযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা।

 

শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে নানা বয়সী ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতা, সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবীর, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান চৌধুরী ফাতেমা ইয়াসমিন পপি, থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান, মৎস্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন, আওয়ামীলীগ সহ সভাপতি শাহ মোঃ কাইউম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মৃদুল আহম্মেদ সুমন প্রমূখ॥ পরে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email