ঝালকাঠিতে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় বর্ষবরন (ভিডিও)

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০১৮ | আপডেট: ১:৩৪:অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০১৮

আনন্দ হিল্লোলে, উচ্ছাসে উষ্ণতায় বাংলা নববর্ষ ১৪২৫ বরন করছে ঝালকাঠিবাসী। সকালে শিশুপার্ক মুক্তমঞ্চে স্থানীয় সম্মিলিত সাংস্কৃতিক সংসদের প্রভাতী অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হয় বর্ষবরনের আনুষ্ঠানিকতা।

 

পরে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। জেলা প্রশাসক মো. হামিদুল হক র‌্যালীর নেতৃত্ব দেন। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সমাজের সর্বস্তরের মানুষ এতে অংশ নেয়। শ্রেণি-পেশার হাজারো মানুষ এতে অংশ নয়। ব্যানার ফেস্টুন আর বাঙালি সংস্কৃতির নানা অনুসঙ্গে ছেয়ে যায় মঙ্গল শোভাযাত্রার মিছিল।

 

এ উপলক্ষে শিশুপার্ক চত্তরে তিন দিন ব্যাপী আবহমান বাংলার ঐতিহ্যবাহি বৈশাখী মেলা বসেছে। এছাড়া জেলা প্রশাসন, সিটিক্লাব, প্রতীক নাট্যগোষ্ঠি, লোকনাথ শিল্পি গোষ্ঠি, নজরুল একাডেমীসহ বিভিন্ন সংগঠন দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে। জেলার অন্যান্য উপজেলায় আনন্দ উচ্ছাসে বর্ষবরন করা হয়। ব্যবসায়ীরা ১লা বৈশাখ উপলক্ষে হালখাতার আয়োজন করে।

Print Friendly, PDF & Email