
বাকেরগঞ্জ প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জের বাংলাদেশ ইসলামী আন্দোলনের উপজেলা শাখার আয়োজনে গত ১৩ এপ্রিল রোজ শুক্রবার বিকাল ৩ টায় মুজাহিদিয়া কেরামতিয়া দাখিল মাদ্রাসার অডিটোরিয়ামে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি এইচ এম ইকবাল হোসেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই), বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহাবুবুর রহমান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা প্রিন্সিপাল সুলতান মাহমুদ, বাংলাদেশ মুজাহিদ কমিটির বরিশাল শাখার ছদর আলহাজ্ব হযরত মাও. রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের বরিশাল জেলা সেক্রেটারী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মহাম্মদ হুমায়ুন কবির, যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাহবুব আলম, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এইচ এম কাওসার আহমেদ, ইসলামী আন্দোলনের বরিশাল জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাও. নাছির উদ্দিন রোকন ডাকুয়া, ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইবরাহীম হোসাইন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্র আন্দোলনের সভাপতি মাওলানা নুরুল ইসলাম আল-আমিন চৌধুরী। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা তিনশ আসনেই ইসলামী আন্দোলনের হাত পাখা মার্কার প্রার্থী দেয় হবে। মাওলানা নুরুল ইসলাম আল-আমিন চৌধুরীকে বরিশাল-৬ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়। আমরা আগামী নির্বাচনে মাঠে থেকে আমাদের প্রার্থীকে বিজয়ী করার চেষ্টা করবো।