বাবুগঞ্জে বৈশাখ বরনে জাতীয় পার্টির গনমিছিল ও আনন্দ র্যালীতে নেতাকর্মীদের ঢল
আরিফ হোসেন আরিফ হোসেন
বাবুগঞ্জ প্রতিনিধি

বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত শুভ নব বর্ষ উপলক্ষে গন মিছিল ও আনন্দ র্যালীতি সর্বস্তরের নেতাকর্মীদের ঢল লক্ষ করা গেছে। গতকাল শুক্রবার বিকালে জাহাঙ্গীর নগর ইউনিয়নে আয়োজীত গন মিছিল ও আনন্দ র্যালীতে জাতীয় পার্টির সফল উপজেলা সভাপতি মোঃ মকিতুর রহমান কিসলুর নের্তৃত্বে সহ¯্রাধীক নেতাকর্মী অংশ গ্রহন করেন। র্যালীটি সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুর বাড়ি থেকে বেড় হয়ে আগরপুর বাজার প্রদক্ষিন করে ।
এসময় নেতা কর্মীরা নাঙ্গল প্রতিকে স্লোগান দিয়ে আসন্ন নির্বাচনে বরিশাল -৩ আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে এমপি বানানোর অনুরোধ জানান।গন মিছিল ও র্যালী শেষে বক্তব্য রাখেন সহ-সভাপতি জয়নাল আবেদিন সিকদার, যুগ্ন সাধারন সম্পাদক সেলিম হোসেন স্বপন,সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন রাজ, আগরপুর ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি বিপলু মিয়া,সাধারন সম্পাদক সামিম আহসান, যুব সংহতী আহবায়ক মোঃ আতাউর রহমান, যুবসংহতী নেতা লিটন মিয়া,ছাত্রসমাজ নেতা হারিছুর রহমান প্রমুখ।বক্তারা বলেন,আসন্ন নির্বাচনে হারিয়ে যাওয়া আসনটি আবার উদ্ধার করতে নেতাকর্মীরা সর্বচ্চ কাজ করতে হবে।