
বরিশালে দোলনার রশিতে গলায় ফাঁস লেগে সানজিদা (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ এপ্রিল) এ ঘটনা ঘটে। মৃত সানজিদা বরিশাল নগরের পশ্চিম কাউনিয়া এলাকার আরফিুল ইসলাম উজ্জলের মেয়ে ও স্থানীয় কলেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার দুপুরে নিজ ঘরে জানালার সঙ্গে দোলনা বানিয়ে খেলা করছিলো সানজিদা। হঠাৎ করেই দোলনার রশি পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। তাৎক্ষণিক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, লাশটির ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।