
শাহবাগ চত্বরে আন্দোলন এর পর সারাদেশব্যপীর মত আজ সকাল ১০ টায় গাজীপুর মহানগর এর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে কোটা সংস্কার আন্দোলনে নামে সাধারন শিক্ষার্থীরা।এসময় ঢাকা- টাংগাইল মহাসড়ক অবরোধ করা হয়।গাজীপুরে কোটা সংস্কার আন্দোলনের আহবায়ক হিসেবে ছিলেন রাতুল সরকার।উক্ত আন্দোলনে শিক্ষার্থীরা বলেন,”আমরা কোন সহিংসতা করতে চাইনা,আমরা সুন্দরভাবে আন্দোলন চালিয়ে যেতে চাই”।
রাস্তা অবরোধ করার ফলে উক্ত কলেজের অধ্যক্ষ জেরিনা সুলতানা বলেন,”তোমরা আন্দোলন করছো ভাল, তবে রাস্তা অবরোধ করে নয়।
এসময় সাধারণ শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে মহাসড়কে মিছিল করেন।
তারা জানান,মাননীয় কৃষি মন্ত্রী মাতিয়া চৌধুরী রাজাকারের বাচ্চা বলায় তাকে জনতার সামনে ক্ষমা চাওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু তিনি ক্ষমা চাননি।তাই স্থগিত করা আন্দোলন আমরা আবার চালু করেছি। তারা ৫ দফা দাবি নিয়ে মানববন্ধন করেন। উক্ত আন্দোলনে অংশগ্রহণ করেন,ডুয়েট, ভাওয়াল কলেজ,কৃষি বিশ্ববিদ্যালয়, মহিলা কলেজ,আজিমুদ্দিন কলেজ সহ আশেপাশের সকল কলেজ।
তাদের স্লোগান ছিল- বংগবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই,চেয়ে ছিলাম সংস্কার হয়ে গেলাম রাজাকার।এসময় ছাত্রসমাজ মহাসড়কে বসে অবস্থান নেয়।পরে রাস্তার যানজটের খবর পেয়ে পুলিশ তাদের শান্তভাবে আন্দোলন সমাপ্তি করার আহবান জানান।