প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়ে রাবি ছাত্রলীগের মিছিল

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০১৮ | আপডেট: ১১:০৫:অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০১৮

মো:উমর ফারুক, রাবি প্রতিনিধি: কোটা সংস্কার বিষয়ে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) শাখা ছাত্রলীগ। বুধবার সন্ধা ৭টায় ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূর্বের স্থানে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সার আহমেদ রুনুর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিল, সহ-সভাপতি মাহফুজ আল আমিন, সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক সাবরুন জামিল সুস্ময়, চঞ্চল কুমার অর্ক, ইমরান খান নাহিদ, মুশফিক আহমেদ তন্ময়, মেহেদী হাসান মিশু, দপ্তর সম্পাদক আবুল বাশার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহীল গালিব, সহ-সম্পাদক আরমান কায়সার আবির, দপ্তর সম্পাদক আবুল বাশার, উপ-সড়ক ও পরিবেশ বিষয়ক সম্পাদক শারাফ উদ্দিন সুলতান, উপ-সম্পাদক কায়সারসহ বিভিন্ন স্তরের ও হল ইউনিটের প্রায় দুই শতাধিক নেতাকর্মীরা।

Print Friendly, PDF & Email