ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় প্রতারক নারীর জেল জরিমানা

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০১৮ | আপডেট: ৬:৪১:অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০১৮

ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর গ্রামের মেসার্স রাসেল এন্টারপ্রইজের প্রপাইটর মোসাম্মৎ নার্গিস বেগমকে ৮ মাসের সশ্রম কারাদন্ড এবং চেকে আরোপিত ৩৯ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করেছে আদালত। বুধবার ঝালকাঠির অতিরিক্তি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এন তোফায়েল হাসান এ রায় দেন। আসামী নার্গিস পলাতক রয়েছেন। বিশিষ্ট ব্যাবসায়ী ও ঠিকাদার মেসার্স সরদার এন্টারপ্রাইজের প্রপাইটর মোঃ শামসুল ইকরাম পিরু বাদি হয়ে এনআই এ্যক্টের ১৩৮ ধারায় এ মামলা দায়ের করেন।
মামলায় শামসুল ইকরাম পিরু উল্লেখ করেন, মেসার্স রাসেল এন্টারপ্রইজের পক্ষে আসামী নার্গিস স্বামী লুৎফর রহমান বেল্লালকে পাঠিয়ে তার ব্যাবসায়ী প্রতিষ্ঠান থেকে ইট, সিমেন্ট, বালু ও পাথরসহ ৩৯ লাখ ৬২ হাজার টাকার নির্মান সামগ্রী ক্রয় করেন। মালামাল ক্রয় করার সময় বেলাল ঠিকাদারী কাজের বিল পেয়ে টাকা পরিশোধ করার প্রতিশ্র“তি দেন। টাকা না দেয়ায় ২০১৪ সালের ২ সেপ্টম্বর নার্গিস ঝালকাঠি রুপালী ব্যাংক শাখায় হিসাব নম্বর ১৮৫৫ এর অনুকুলে উল্লেখিত পাওনা টাকার চেক (নং সিটিএলএইচ ০১৩৪৯০৩) প্রদান করেন। ১৪ সেপ্টম্বর চেক জমা দিলে ব্যাংকে তার উল্লেখিত হিসাবে টাকা না থাকায় ব্যাংক চেক ফেরত দেয়ায় ২৯ অক্টোবর ২০১৪ তারিখ বাদী ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে উল্লেখিত অভিযোগে সিআর ২৩৩/২০১৪ নং মামলা দায়ের করেন।
পরবর্তীতে মামলাটি অতিরিক্তি জেলা ও দায়রা জজ আদালতে বিচারের জন্য এলে সেশন ৩/১৫ নং মামলায় স্বাক্ষী প্রমান সাপেক্ষে বিচারক এই রায় প্রদান করেন।

Print Friendly, PDF & Email