
বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) ঘোষনার পরে এই প্রথম বারের মতো মেয়রের চেয়ারে বসলেন কোন নারী। যদিও তা নির্বাচিত হয়ে নয়, ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিষদের একমাত্র নারী প্যানেল মেয়র ( বিসিসি’র ১, ২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নির্বাচিত কাউন্সিলর) শরীফ তাসলিমা কালাম পলি।আজ (১০ এপ্রিল) মঙ্গলবার বেলা ১২ টায় নগর ভবনে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহন করেন তিনি।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব আলতাফ মাহামুদ সিকদার, প্রশাসনিক কর্মকর্তা আসমা বেগমসহ বর্তমান পরিষদের বিভিণ্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।সিটি কর্পোরেশন সূত্রে জানাগেছ, ১০ এপ্রিল থেকে টানা ৭দিন ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিসি’র প্যানেল মেয়র শরীফ তাসলিমা কালাম পলি। গত রোববার এক চিঠির মাধ্যমে নির্বাচিত সিটি মেয়র আহসান হাবিব কামালের অবর্তমানে তাকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব বুঝে নিতে বলা হয়। এ বিষয়ে শরীফ তাসলিশা কালাম পলি বলেন, সিটি মেয়র আহসান হাবিব কামাল সরকারি সফলে থাইল্যান্ডে যাচ্ছেন। এর ফলে তার অবর্তমানে মঙ্গলবার থেকে আগামী সপ্তাহের সোমবার পর্যন্ত আমাকে ভারপ্রাপ্ত মেয়র এর দায়িত্ব দেয়া হয়েছে। এদিকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব প্রদানে জেষ্ঠতার বিচার না করায় কিছুটা ক্ষোভের সৃষ্টি হয়েছে প্যানেল মেয়রদের মধ্যে।
তবে মেয়র অনুপস্থিতকালে ভারপ্রাপ্ত দায়িত্ব তিন প্যানেল মেয়রের কাকে দিবেন তা একান্তই মেয়রের এখতিয়ার বলে জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান।বরিশাল সিটি কর্পোরেশন সূত্রে জানাগেছে, সিটি কর্পোরেশন হওয়ার পরে বিগত তিনটি পরিষদেই একজন করে নারী সহ মোট ৩ জন প্যানেল মেয়র ছিলেন। মেয়রদের অবর্তমানে সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর এবং পুরুষ প্যানেল মেয়ররাই ভারপ্রাপ্ত মেয়র এর দায়িত্ব পেয়েছেন। বঞ্ছিত হয়েছেন নারী প্যানেল মেয়ররা। তাদেরকে কোন মেয়াদেই ভারপ্রাপ্ত মেয়র এর দায়িত্ব দেয়া হয়নি। এই প্রথম সিটি মেয়র মোঃ আহসান হাবিব কামাল সংরক্ষিত আসনের কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ শরীফ তাসলিমা কালাম পলিকে ভারপ্রাপ্ত মেয়র এর দায়িত্ব দেন।