ভুল প্রশ্নে পরীক্ষা নেয়ায় কলেজের অধ্যক্ষকে শোকজ

ওসমান হারুনী ওসমান হারুনী

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৮ | আপডেট: ৫:০২:অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৮

পরীক্ষা নীতিমালা পরিপন্থি কাজের অভিযোগে জামালপুরে জিয়াউর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্রের অধ্যক্ষ একেএম তৌফিকুল ইসালমকে শোকজ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

সোমবার এইচএসসির ব্যবসা শিক্ষা বিভাগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বহু নির্বাচনী পরীক্ষায় সকল কেন্দ্রে ১৮৬ ‘ওলকপি’ সেটের প্রশ্নে পরীক্ষা নেয়া হলেও শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্রে ২৩৭ নম্বর কোডের ‘লাউ’ সেটের প্রশ্নে পরীক্ষা নেয়ায় শিক্ষা বোর্ড শোকজটি করেন।

ওই দিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোঃ জিয়াউল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত পরিপত্র জারি করেন।

Print Friendly, PDF & Email