মুলাদী বন্দরে অভিনব ডাকাতি ॥ নারীসহ গ্রেফতার ৩

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৮ | আপডেট: ৮:৪১:অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৮

মুলাদীতে অভিনব কায়দায় মা-মেয়েকে জিম্মি করে ডাকাতি করেছে একটি সংঘবদ্ধ ডাকাত দল। গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে নারীসহ ৫ জন ডাকাত বন্দরের শাহজাহান তপাদারের ভাড়াটিয়া শাহাবুদ্দিন হাওলাদারের বাসায় প্রবেশ করে অস্ত্রের মুখে মা ও শিশুকে জিম্মি করে স্বর্ণালংকারসহ ৩লক্ষাধিক টাকার মালামাল লুট করে। ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা উপজেলার গাছুয়া ইউনিয়নের গলইভাঙ্গা এলাকা থেকে নারীসহ ৩ ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করে। জানাগেছে রবিবার রাত সাড়ে ৮টার দিকে এক মহিলা প্রকৃতির ডাক সাড়ার কথা বলে মুলাদী বন্দরের শাহাবুদ্দিন হাওলাদার বাসায় প্রবেশ করে।

 

ওই সময় মহিলার সাথে সাথে আরও ৩/৪ ডাকাত ঘরে ঢুকে অস্ত্রের মুখে শাহাবুদ্দিনের স্ত্রী ঝর্না আক্তার ও কন্যা দীঘি (১১) কে জিম্মি করে বেঁধে ফেলে। পরে ডাকাত দল ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকাসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে বেড়িয়ে যায়। ডাকাত দল চলে যাওয়ার পর ঝর্না ও দীঘি ডাকচিৎকার শুরু করলে পাশ্ববর্তী লোকজন ছুটে আসে এবং ডাকাতির বিষয়টি জানাজানি হয়ে গেলে সবাই চারদিকে ছড়িয়ে পড়ে। ডাকাতদল ইজিবাইক যোগে মুলাদী বন্দর রক্ষা বাঁধের ওপর দিয়ে যাওয়ার সময় দুলাল হাওলাদারের ছেলে সবুজ হাওলাদারসহ কয়েকজন যুবক তাদের দেখে ফেলে এবং ৩টি ছেলের সাথে ১টি মেয়েকে দেখে সন্দেহ হয়।

 

কিছুক্ষণ পরে যুবকরা ডাকাতির বিষয়টি জানতে পেরে ইজিবাইকটি খুজে খেজুরতলার গলইভাঙ্গা এলাকা থেকে নারীসহ ৩ ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করে। তাদের কাছ থেকে চাপাতি, ড্যাগার, মোবাইল এবং ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করা হয়। আটককৃত নারী ডাকাত মনি আক্তার গাজীপুর জেলার কাশিমপুর গ্রামের শহীদুল ইসলাম চৌধুরীর কন্যা। ডাকাত অভি ইসলাম সজিব গাজীপুর চৌরাস্তা এলাকার জামাল ইসলামের পুত্র এবং আদর মাহমুদ হেলাল একই এলাকার হাসেম উদ্দীনের পুত্র। তারা মুলাদী বন্দরের জালাল হাওলাদারের পুত্র আবিরের ডাকে রবিবার সকালে ঢাকা থেকে মুলাদীতে আসে এবং আবিরের নির্দেশেই শাহাবুদ্দিন হাওলাদারের বাসায় ডাকাতি করে বলে স্বীকার করেছে বলে জানিয়েছে থানা পুলিশ। স্থানীয়রা ধারনা করছে প্রকৃত ঘটনা তদন্ত করলেই বেড়িয়ে আসতে পারে ডাকাতি কিংবা অন্য কোন উদ্দেশ্যে এমন ঘটনা ঘটানো হয়েছে কি না?

Print Friendly, PDF & Email