বাকেরগঞ্জে চাচার ঘরে ভাতিজার লাশ !

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৮ | আপডেট: ৮:৩৪:অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৮

বাকেরগঞ্জ প্রতিনিধি॥
বাকেরগঞ্জের পৌরসভার ১ নং ওয়ার্ডে মো. হালিম খানের ঘর থেকে তার চাচাতো ভাই মো. ছালাম খানের পুত্র মো. হাসান খান (২৫)’র লাশ পাওয়া গেছে। তথ্য সুত্রে জানা যায়, গত ৮ এপ্রিল আনুমানিক ৬ টায় হালিম খানের ঘরের দোতালায় তার স্ত্রী শাহানাজ পারভীন রানী হাসানকে ঝুলতে দেখে ডাক-চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে এসে হাসানকে উদ্ধার করে। প্রাথমিক পর্যায় বাকেরগঞ্জে জাহানারা ক্লিনিকে নিলে কতব্যরত ডাক্তারা মৃত ঘোষনা করে।

 

তাদের মনে সন্দেহ হলে তারা বরিশাল শেবামে নিয়ে যায় শেবামের ডাক্তারা হাসানকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনার পরপর বাকেরগঞ্জ থানা সংবাদ দিলে এস আই কমল ও এস আই জাহিদ ঘটনাস্থল পরির্দশন করেন। হাসপাতাল সূত্রে, দুপুর ১ টায় হাসানের লাশ পোষ্ট মর্টেম করা হয়েছে। এ ঘটনায় বরিশাল কোতয়ালী থানা একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোতয়ালী থানার এস আই মো. মোস্তাফিজুর রহমান জানান, লাশ সুরাতল করে পোষ্ট মর্টেম করা হয়েছে রিপোর্ট না আসলে কিছু বলা যাচ্ছে না হত্যা না আতœহত্যা। এ বিষয় হালিম খানের সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেনি।

Print Friendly, PDF & Email