
সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে যে ‘তীব্র আন্দোলন’ চলছে তাতে পূর্ণ সমর্থন জানিয়েছে বিএনপি। এছাড়া চাকরি প্রত্যাশীদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
সোমবার (০৯এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
তিনি বলেন: ‘কোটা সংস্কার শিক্ষার্থীদের যৌক্তিক দাবি। এ দাবি সরকারকে মানতে হবে। ছাত্রদের যৌক্তিক দাবি মেনে নিলে এই পরিস্থিতির উদ্ভব হতো না।’ এসময় তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান।
বিএনপি’র ২০৩০ সালের ভিশনের কথা উল্লেখ করে মহাসচিব বলেন, বিএনপি সবসময় মেধাবীদের মূল্যায়ন করে। বিএনপির ভিশন শিক্ষার্থীদের জন্য কল্যাণজনক।