বরিশালে সমাবেশকে সফল করার জন্য ব্যাতিক্রমী প্রোগ্রাম করলো জেলা ছাত্রদল- সোহেল রাড়ী (ভিডিও)
জি এম নিউজ জি এম নিউজ
বাংলার প্রতিচ্ছবি

বরিশালে বিএনপির সমাবেশকে সফল করার জন্য ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে প্রোগ্রাম করেছে জেলা ছাত্রদলের । বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিশর্ত মুক্তি ও নিরপেক্ষ সহায়ক সরকারের দাবিতে বিভাগীয় সমাবেশে বরিশাল জেলা ছাত্রদলের সোহেল রাড়ীর নেতৃত্বে ভিন্ন আয়োজেন সক্রীয়ভাবে অংশগ্রহন করেছেন।
৭ই এপ্রিল দেশমাতা বেগম খালেদাজিয়ার মুক্তিরদাবীতে বরিশাল বিভাগীয় সমাবেশ কে সফল করার লক্ষে কয়েদী পোষাকে রাজপথে তাদের দেখা গেছে। খালেদা জিয়াকে মুক্তি দাও তা নাহলে আমাদের সবাইকে জেলে নাও এই শ্লোগানে সবাই রাজ পথে অবস্থান করে।
বিভাগীয় সামাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অবৈধ ভোটার বিহীন সরকার পুনরায় ক্ষতায় টিকে থাকার জন্য দেশের শত শত মানুকে গুম হত্যা করেছে। তিনি আরো বলেন দেশে ন্যাশ বিচার এবং আইনের কোন শাসন নেই দেশে এখন শেখ হাসিনার শাসন চলছে।
তিনি আরো বলেন বিএনপির আজকের সংগ্রাম ক্ষমতায় আসার সংগ্রাম গনতন্ত্র উদ্ধার করা সংগ্রাম জনগনের সরকার প্রতিষ্ঠা করার সংগ্রাম।
কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি এ্যাড মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে বরিশাল বিভাগীয় সমাবেশ সকল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
,৭ই এপ্রিল দেশমাতা বেগম খালেদাজিয়ার মুক্তিরদাবীতে