মাদারীপুরে ১৪ বছর পরে জেলা যুবলীগের কমিটি গঠন –
সাব্বির হোসাইন আজিজ সাব্বির হোসাইন আজিজ
মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে মধ্যদিয়ে গত শনিবার বিকেল ৫টার দিকে মাদারীপুর স্বাধীনতা অঙ্গনে ১৪ বছর পরে আতাহার সরদারকে সভাপতি ও সাইফুর রহমান রুবেল খানকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়।
মাদারীপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি ও মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানের সঞ্চালনায়,
উক্ত সম্মেলনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহাহান খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর- ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ পার্লামেন্টারী পার্টির সেক্রেটারী নুর-ই-আলম লিটন চৌধুরী ও মাদারীপুর-৩ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম। অনুষ্ঠানে আরা উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, জেলা আওয়ামীলীগের সভাপতি সাহাবদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে প্রমুখ।
উৎসব মূখর ভাবে বর্ণাঠ্য আয়োজনে জেলার ৫৯টি ইউনিয়ন ও ৪টি পৌরসভা থেকে আসা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হয়। সম্মেলন শেষে আতাহার সরদারকে সভাপতি ও সাইফুর রহমান রুবেল খানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি আগামী ৩ বছরের জন্য ঘোষণা করা হয়। আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মত সম্মেলনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করায় খুশি আওয়ামীলীগের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরা