বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এক্সরে ও রক্ত পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য তাকে (খালেদা জিয়া) আজ শনিবার অথবা কাল রোববার তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
জানা গেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিত্সার জন্য কিছু বিষয়ের পরীক্ষা জরুরি বলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪ সদস্যের মেডিক্যাল বোর্ড একটি সুপারিশ করে। ওই সুপারিশের পরিপ্রেক্ষিতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়ার সিন্ধান্ত নেয়া হয়েছে।