দশমিনায় উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ১২জন পরীক্ষার্থী

প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০১৮ | আপডেট: ১০:০৫:পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০১৮
সারাদেশের ন্যায় পটুয়াখালীর দশমিনায় গতকাল  বৃহস্পতিবার উচ্চ মধ্যমিক ও সমমান পরীক্ষা চলে আসছিলো ।  এইচ এস সি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে ইংরেজি প্রথম পত্র আর কারিগরি(বিএম) এর ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এইচ এস সি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনেই   অনুপস্থিত পরীক্ষার্থী ছিল মোট ১২ জন শিক্ষার্থী। তবে পুরো পরীক্ষা জুরে কোন পরীক্ষার্থী বা শিক্ষককে বহিষ্কার করা হয়নি বলে নিশ্চিত করেছেন  হল সচিব।
 প্রতিদিনের ন্যয় গতকালও সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা সুষ্ঠু এবং সুন্দরভাবে বেলা ১টায় সম্পন্ন হয়েছে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই।
 সর্বমোট বরিশাল শিক্ষা বোর্ডের ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ৪জন পরীক্ষার্থী আর ঢকা শিক্ষা বোর্ডের কারিগরি(বিএম) ই্ংরেজি দ্বিতীয় পত্রে ৮জন মোট ১২জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। এছাড়া পরীক্ষা চলাকালীন সময় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি এবং গোলযোগ ছাড়া শেষ হয়েছে বলে জানান। সূত্রে জানা গেছে, ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় পরীক্ষার্থী ৪জন অনুপস্থিতির আর ঢাকা বোর্ডের (কারিগরি) অনুপস্থিত সংখ্যা ছিল ৮জন

Print Friendly, PDF & Email