কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৮ | আপডেট: ২:১০:অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৮

আগামী ১৬ই এপ্রিল থেকে শুরু হওয়া কমনওয়েলথের সদস্য রাষ্ট্র প্রধানদের দ্বিবার্ষিক সম্মেলনে যোগদান করতে লন্ডনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ওই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠকের সম্ভাবনা রয়েছে।

এবারই প্রথম কমনওয়েলথ সম্মেলনের ভেন্যু তালিকায় থাকছে বাকিংহাম প্যালেস এবং রানি দ্বিতীয় এলিজাবেথের আবাসিক দফতর উইন্ডসোর ক্যাসেল। তাছাড়া যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের প্রেক্ষিতে এবারের কমনওয়েলথ সম্মেলন ভিন্ন গুরুত্বও বহন করে। চারদিন ব্যাপী এ সম্মলনের সমাপ্তি হবে ২০শে এপ্রিল।

১৬ই এপ্রিল সৌদিআরবে ২৩ দেশের যৌথ সামরিক মহড়া ‘গালফ শিল্ড ওয়ান’য়ের সমাপনী অনুষ্ঠান শেষে তিনি সরসরি লন্ডনের উদ্যেশে রওয়ানা হবেন। উল্লেখ্য, ২১শে এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে দেওয়া এক সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে। ২২শে এপ্রিল তিনি দেশের উদ্যেশে লন্ডন ত্যাগ করবেন।

এদিকে প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য আগমন উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি ব্যাপক বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছে। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ জানান, তারা প্রধানমন্ত্রীকে যুক্তরাজ্যে প্রতিহত করতে সবধরনের প্রস্তুতি নিয়েছেন। প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে থাকাকালীন সময়ে কমনওয়েলথ সম্মেলনস্থল সহ সবজায়গায় বিক্ষোভ প্রদর্শন করবেন।

অন্যদিকে যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাজ্যে স্বাগত জানিয়ে বলেন, বৃটেন প্রবাসী বাংলাদেশীরা বিএনপির এমন লজ্জাজনক কর্মসূচি প্রত্যাখান করবে।

 

Print Friendly, PDF & Email