বরিশালে পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০১৮ | আপডেট: ১২:২৪:পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০১৮

বরিশালে নিজ বাড়ি থেকে এক পুলিশ সদস্যর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় নগরীর বটতলা এলাকার মুনসুর কোয়ার্টারের রাজ্জাক খানের বাড়ির দ্বিতীয় তলা থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় প্রতিবেশী ও নিহতের পরিবারের সদস্যরা জানান, রুমা আক্তার  দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘরে না একা থাকার সুবাদে  বিকালে রুমা গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। এসময় তার আড়াই বছর বয়সী ছেলে উপস্থিত ছিলেন। তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে লাশ দেখে তার পুলিশে  খবর দেয়। পরে পুলিশ  মৃতদেহ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

 

বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের  উপপরিদর্শক (এসআই) সত্যরঞ্জন খাসকেল জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

নিহত রুমা আক্তার বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত কনস্টেবল এরশাদুল ইসলামের স্ত্রী। তিনি পটুয়াখালী জেলার কলাপাড়া পৌরসভা এলাকার হারুন হাওলাদারের মেয়ে। তার এক কন্যা ও এক ছেলে রয়েছে।

Print Friendly, PDF & Email