ঝালকাঠিতে ডিবির অভিযানে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার আটক ১

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৮ | আপডেট: ৯:৫৩:অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৮

ঝালকাঠিতে ডিবির অভিযানে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার ও এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে বারোটার দিকে ঝালকাঠি সদর উপজেলার শেষ প্রান্ত বর্ডার এলাকার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের কাঁচাবালিয়া এ অভিযান চালানো হয়। বিডির পরিদর্শক শফিউল্লা খানের নেতৃত্বে গোপন সংবাদের বৃত্তিতে ঐ ইউনিয়নের চিহৃীত মাদক স¤্রাট শিমুল ডাকুয়া (২৮) এর বাড়িতে অভিযান চালিয়ে ৩৮৫পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

এসময় মাদক ব্যবসায়ী শিমুল পালিয়ে গেলেও তার সহযোগী মেহেদি হাসান সুমন (২২) নামের এক যুবককে আটক করা হয় বলে পুলিশ সুপার কার্য্যালয়ের হল রুমে এক প্রেস ব্রিফিংএ জানানো হয়। ডিবির পরিদর্শক শফিউল্লা খানের নেতৃত্বে অভিযানে ডিরি উপ-পরিদর্শক জাকির,এস আই শিমুল,(ক:) সালমান,তরিকুল,শহিদুল ইসলামসহ একটি টিম এ সফল অভিযান পরিচালনা করেন।

জানাগেছে,পলাতক মাদক চিহিৃত ব্যবসায়ী মাদক স¤্রাট শিমুল ডাকুয়া দীর্ঘদিন যাবৎ ঐ এলাকায় মাদক ব্যবসা করে আসছে। শিমুলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে সে ঐ ইউনিয়নের শামসুল হক ডাকুয়ার ছেলে। আটক কৃত মেহেদী হাসান ভাউকাঠি এলাকার ফজলুল হকের ছেলে,সে ভাড়ায় ম্যাজিক গাড়ি চালায় ও মাদক বহন করে বলে অভিযোগে জানা গেছে।

এ ব্যাপারে ডিবির পরিদর্শক শফিউল্লাহ বলেন,ঝালকাঠি থানায় ডিবি পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক আসামি চিহিৃত মাদক স¤্রাট শিমুল ডাকুয়া কে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

Print Friendly, PDF & Email