রামগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৮ | আপডেট: ৫:৪৬:অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৮

ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি ও গতিশীলতা আনয়নের লক্ষ্যে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ভূমি সেবা সপ্তাহ ২০১৮ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, সপ্তাহব্যাপি অনুষ্ঠানের ধারাবাহিক কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গন থেকে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা ভূমি অফিস মিলনায়তনে আলোচনা সভা মিলিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি)এসএম শান্তুনু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু ইউসুফ, উপজেলা অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি মো. হারুন অর রশিদ, সাধারন সম্পাদক মো. ইব্রাহীম, উপজেলা ভূমি অফিস সার্ভেয়ার রফিকুল ইসলামসহ পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ ।
আগামী ৭এপ্রিল পযর্ন্ত পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়ন ভূমি অফিসে ধারাবাহিক ভাবে সপ্তাহ ব্যাপি ওই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

Print Friendly, PDF & Email