টঙ্গীতে কারখানার তুলার গুদামে আগুন

মোঃ রবিউল করিম মোঃ রবিউল করিম

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৯:০৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০১৮ | আপডেট: ৯:০৯:পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০১৮

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে নিউ মন্নু কটন মিলের তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৩ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, টঙ্গীর মাছিমপুর এলাকায় বিশ্ব ইজতেমা ময়দানের বিপরীত পাশে নিউ মন্নু কটন মিলের তুলার গুদামে আগুন লাগে।

খবর পেয়ে রাত পৌনে ১২টার দিকে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে বুধবার (০৪ এপ্রিল) সকাল পর্যন্ত আগুন নেভাতে কাজ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

তিনি বলেন, আগুনে ওই কারখানার টিনশেড গুদাম, তুলা ও ঝুট পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Print Friendly, PDF & Email