
মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিদর্শক সেজে মাদ্রাসা পরিদর্শনকালে ভুয়া পরিদর্শক এম এ বাতেন (৩৫) কে আজ মঙ্গলবার সকালে আটক করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। আটক বাতেন পার্শ্ববর্তী ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার নেয়ামতপুর ফাজিল মাদ্রাসার গণিত শিক্ষক ও ঢাকার গাজীপুরের রামচন্দ্রপুর গ্রামের মাহাবুবুর রহমানের পুত্র।
পুলিশ জানায়, আজ মঙ্গলবার সকালে উপজেলার ছোট হারজী আলিম মাদ্রাসায় গিয়ে প্রতারক নিজেকে ঢাকা মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিদর্শক হিসেবে দাবী করে গুরুত্বপূর্ণ খাতা পত্র দেখতে চায়। এসময় তার কথাবার্তা অসংলগ্ন মনে হলে থানা পুলিশকে খবর দেয়।
মঠবাড়িয়া থানার এসআই জাহিদ ভুয়া পরিদর্শক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যপারে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি আরও জানান, বাতেন ২০১৭ সালে এসএসসি পরীক্ষা আমুয়া কেন্দ্র প্রবেশ করে কক্ষ পরিদর্শক দাবী করলে ভ্রাম্যমান আদালত তাকে তিন মাসের জেল অনাদায়ে ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দিলে টাকা দিয়ে রক্ষা পায়। তবে তার পরিবার বাতেনকে মানসিক বিকারগ্রস্ত বলে দাবি করছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম. সরফরাজ জানান, আটকৃত শিক্ষক এম এ বাতেন এর কথাবার্তা অসংলগ্ন । তার বিষয় খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।