বাবুগঞ্জ উপজেলার রহমতপুর-মীরগঞ্জ সড়কের স্টীল ব্রীজ এলাকায় আবারো মর্মান্তিক দূর্ঘটনার ঘটনা ঘটেছে। গত এক মাসে একই স্পটে ৩টি সড়ক দূর্ঘটনায় প্রান হারিয়েছে একজন আহত হয়েছে বেশ কয়েকজন।
এতে এলাকায় জনগনের মধ্যে আতংক ছড়িয়ে পরেছে।এরই ধারাবাহিকতায় গতকাল সকাল ১১.৩০টায় বরিশাল থেকে মীরগঞ্জের উদ্দিশ্যে ছেড়ে আসা বেপরোয়া যাত্রীবাহী বাস আগরপুর -১ স্টীলব্রীজ সংলগ্ন স্থানে সাইকেল আরহীকে ধাক্কা দেয়। আহত সাইকেল আরোহী আব্বাস উদ্দিন(৪৫) কে শংঙ্কা জনক অবস্থায় স্থানীয়রা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
বিক্ষুব্দ জনতা বাসটিকে আটক করলে বাবুগঞ্জ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে থানায় বাসটিকে নিয়ে আসে।বাস নং-বরিশাল এ-০৫-০০১৪। আহত আব্বাস উদ্দিন চাঁদপাশা এলাকার মৃত ইউনুস বালীর পূত্র। তিনি চাঁদপাশা স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করে আসছেন।