জামালপুরে ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

ওসমান হারুনী ওসমান হারুনী

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০১৮ | আপডেট: ৬:০৩:অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০১৮

জামালপুর সদর উপজেলার নারায়নপুর এলাকা থেকে ১০০পিচ ইয়াবা বড়িসহ দু’জন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে নারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন সরিষবাড়ী উপজেলার সাতপোয়া এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে আনিছুর রহমান (৩৬) ও তাঁর সহযোগী রবিউল ইসলাম (৩০)। তার বাবার নাম মতিয়ার রহমান। তাদের বাড়ী একই উপজেলার মহাদান এলাকায়। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে-নারায়নপুর এলাকায় একটি মাদকের বড় চালান কেনা-বেচা হবে। পরে পুলিশ নারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের দুজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ১০০পিচ ইয়াবা বড়ি জব্দ করা হয়। জামালপুর সদর উপজেলার নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মুহাম্মদ মহব্বত কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,তাদের বিরুদ্ধে মাদকের মামলা দায়ের হয়েছে।

Print Friendly, PDF & Email