বাউফলে খুনীকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন বিক্ষোভ

মুজিবুর রহমান মুজিবুর রহমান

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০১৮ | আপডেট: ৩:৪৩:অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০১৮
বাউফলে ভাইকে কুপিয়ে খুন, বোনকে কুপিয়ে গুরুতর জখম  জখমকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন বিক্ষোভ
পটুয়াখালীর বাউফলে জমিজমা বিরোধের পূর্ব শত্রুতার জের ধরে ডাকাত বেশে সিঁদ কেটে ঘরে ঢুকে আবুল কালাম খাঁন (৪০) কে কুপিয়ে হত্যা ও তার বোন রিনা বেগম (২৮) কে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় বাউফল প্রেসক্লবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মদনপুড়া ইউপি চেয়ারম্যান গোলাম মস্তফা হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে শেষ হয়। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবুপুরা আদর্শ মাদ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, সোনামদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোশারেফ হোসেন, নিহতের ভাই সাইদুর রহমান চুন্নু ও জিয়া উদ্দিন প্রমুখ।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণি পেশার ২শহস্রাধিক নারী পুরুষ আসামী গ্রেফতার ও বিচারের দাবিতে একাত্মতা প্রকাশ করে অংশ গ্রহন করেন।
উল্লেখ্য, গত ১১ মার্চ রবিবার উপজেলার মাঝপাড়া গ্রামের জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে মৃত হাসেম আলী ওরফে রাজা খাঁনের ছেলে আবুল কালাম খানের ঘরে গভীর রাতে সিঁদ কেটে ভেতরে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। তারা ধারালো অস্ত্র দিয়ে আবুল কালাম খান কে এলোপাতাড়ি ভারে কুপিয়ে জখম করে। এ সময় বোন রিনা বেগম বাঁধা দিতে গেলে তাকেও কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। ঘটনার পর দুর্বৃত্তরা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। সোমবার ভোরে পুলিশ নিহত কালাম খানের লাশ উদ্ধারের করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।

Print Friendly, PDF & Email