
বরিশাল থেকে ঢাকা গামী কীর্তনখোলা-২ এর লঞ্চ এর ধাক্কায় সুন্দরবন-১০ লঞ্চের পেছনের অংশ অনেকখানী দুমড়েমুচড়ে গেছে । মঙ্গলবার (০৩ এপ্রিল) ভোরে ঢাকা-বরিশাল নৌ রুটের মিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সুন্দরবন-১০ এর মাস্টার রুহুল আমিন জানান, সোমবার (০২ এপ্রিল) দিবাগত রাতে সদরঘাট থেকে বরিশালের উদ্দেশে যাত্রী নিয়ে রওয়ানা দেয় সুন্দরবন ১০। রাত ৩টার দিকে বরিশালের সীমান্তবর্তী মিয়ারচর এলাকায় এসে লঞ্চটি চরে আটকে যায়। এ সময় বরিশালগামী কীর্তনখোলা-২ এসে পেছন থেকে সুন্দরবন-১০ কে ধাক্কা দেয়। এতে লঞ্চের পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়।
এদিকে সকালে বরিশাল নদীবন্দরে নোঙ্গর করার পর সুন্দরবন লঞ্চটির ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছেন কীর্তনখোলা-২ লঞ্চের মাস্টার সাজ্জাদ ও মানিক।
বরিশাল নদী বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন বাংলানিউজকে জানান, এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। লঞ্চদুটি নিরাপদেই বরিশাল নদীবন্দরে পৌছেছে। যাত্রীরা যার যার গন্তব্যে চলে গেছেন।