কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ : নিহত ২

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০১৮ | আপডেট: ১:৪৫:অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০১৮
সেলিম হায়দার :
সাতক্ষীরার কালিগঞ্জে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে কালিগঞ্জ-শ্যামনগর মহাসড়কের পিরোজপুর কাটাখালি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের আজগর আলির ছেলে নুর হোসেন (৩২) ও একই উপজেলার নীজদেবপুর গ্রামের মফিজউদ্দিনের ছেলে আব্দুল মান্নান সরদার (৫০)। আহতরা হলেন, তুহিন ও শান্ত নামের দুই মোটরসাইকেল আরোহী।
প্রত্যক্ষদর্শীরা জানান, নুর হোসেন বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল যোগে সাতক্ষীরা শহর অভিমুখে আসছিলেন। পথিমধ্যে কালিগঞ্জ উপজেলার কাটাখালি নামকস্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গামী আরেকটি মোটরসাইকেলে তাদের মুখেমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নুর হোােসন ও মান্নান নিহত হন।এসময় আহত হন মোটরসাইকেল আরোহী তুহিন ও শান্ত।
সাতক্ষীরা কালিগঞ্জ সার্কেলের (এএসপি) ইমরান মেহেদী সিদ্দিকি জানান, মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। লাশ উদ্ধার করে কালিগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।
তিনি আরো জানান, আহতরা একই স্থানে চিকিৎসাধীন রয়েছেন।

Print Friendly, PDF & Email