
আবু হোসাইন শুভ : পুরান ঢাকার হাজারীবাগ ঝাউচর এলাকায় মেয়ে আদিবাকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন আকলিমা খাতুন। স্থানীয় শাহজাহান মার্কেট এলাকায় যেতেই এক নারী তাদের পথরোধ করে। ওই সময়ে এক কিশোর আকলিমার মুখমণ্ডলে এসিড ছুঁড়ে মারে। মেয়ের সামনেই চিৎকার করে বসে পড়েন মা।
গতকাল সকালে জনসমক্ষেই ঘটে এসিড সন্ত্রাসের এই ঘটনা। আকলিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে। এরই মধ্যে ঘটনায় জড়িত সুমি আক্তার নামে এক নারীকে আটক করা হয়েছে। এসিড নিক্ষেপকারী কিশোরকে আটকের চেষ্টা চলছে।
আকলিমার স্বামী জোবায়ের হোসেন বলেন, সুমি নামের দূরসম্পর্কের এক আত্মীয়ের সঙ্গে তাদের পূর্বশত্রুতা রয়েছে। সুমিই লোক ভাড়া করে এ কাজ করিয়েছে।
হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেন, আকলিমার ডান চোখ, গলা ও ঘাড়সহ শরীরের ৫ শতাংশ ঝলসে গেছে। চোখে সমস্যা থাকায় তাকে চক্ষু বিভাগে পাঠানো হয়েছে।
এদিকে হাজারীবাগ থানার ওসি ইকরাম আলী মিয়া জানান, অভিযুক্ত সুমিকে আটক করা হয়েছে। যে ছেলেকে দিয়ে এসিড নিক্ষেপ করা হয়েছে, সে ভাসমান। তাকে চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে। ওই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।সূত্র:সমকাল