আওয়ামী পরিবার পর্তুগাল’র মহান স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৮ | আপডেট: ৪:৫৯:অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৮

 আওয়ামী পরিবার পর্তুগাল এর উদ্যোগে পর্তুগালের রাজধানী লিসবনের রাঁধুনী রেস্টুরেন্ট ( Rua Benformos)এ ৪৭ তম মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার রাত ১০ ঘটিকার সময় এতে সভপতিত্ব করেন সংগঠনের ত্যাগী ও জনপ্রিয় নেতা জনাব আবুল কালাম আজাদ। অনুষ্ঠানের শুরুতেই বাঙ্গালীর স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলন সহ সকল আন্দোলন সংগ্রামে শহীদ ও ১৫ ই আগস্টে নিহত জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ও পরিবারের সদস্যদের স্বরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভা পরিচালনা করেন চবির সাবেক ছাত্রলীগ নেতা মুহাম্মদ শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবুল বাসার বাদশা,মো: নিজাম উদ্দিন , মেজবা উল আলম (রিগেন) নজরুল ইসলাম সুমন, আক্তারুজ্জামান, মাঈন উদ্দীন মাষ্টার , আলাউদ্দিন, ফয়েজ উল্লাহ্,আবু সায়েদ ফুয়াদ।এবং স্বাধীনতার কবিতা পড়ে শুনান কবি মোরশেদ কমল।আলোচনা সভায় উপস্হিত ছিলেন আব্দুস সাত্তার, কুদরত আলী (মাহমুদ),হাবিবুর রহমান,মুজিবুর মোল্লা, এমএ খালেক,আবুল বাসার ,শফিকুল ইসলাম,বিল্লাল রেজা,আনোয়ার হোসেন, খোরশেদ আলম লিটন, সোহরাব হোসেন সরকার,জাহিদ কাউছার ,সোহেব আম্মদ ,মনিরুল ইসলাম,দেলোয়ার হোসেন , আক্তার হোসেন,তোবারক হোসেন, মো: হানিফ , শামীম আহমেদ ইভান , জহিরুল ইসলাম মানিক , আলী হোসেন, মন্জুর আলম , রাসেল , রবিন,জহুরুল হক, স্বপন ,নিশান বডুয়া,আবু সায়েদ পুয়াদ, ইমরান হোসেন, জোবায়ের হোসেন ,ছাব্বির আহম্মদ, এরফানুল হক, মিন্টু কুমার, রিপন চন্দ নাথ , মমিন,কাজী মোহাম্মদ ছায়েম , মো: মাহাবুবুল ইসলাম, মাহাবুব আলম ,নজরুল ইসলাম, তুসার, রজ্জু আহম্মেদ , মোহাম্মদ শহিদ উল্লাহ,আলম সহ অনেকে। সভাপতি আবুল কালাম আজাদ এর সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি টানা হয়।

Print Friendly, PDF & Email