দৈনিক আলো প্রতিদিনের সম্পাদক আইনুল হকের ইন্তেকাল

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৮:৫৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০১৮ | আপডেট: ৮:৫৪:পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০১৮

বগুড়ার স্থানীয় দৈনিক আলো প্রতিদিনের সম্পাদক আইনুল হক সোহেল (৫৮) গতকাল ভোর রাতে মারা গেছেন। ইন্নালিল্লাহে ……….. রাজিউন।
আইনুল হক সোহেলের মেয়ে গুঞ্জন জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। প্রায় দুই মাস আগে ভারতে তিনি চিকিৎসা নিতে যান। পরে তিনি সেখানে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার ছেলে তালহা মোন্তাকিম দীপ্ত তাকে দেখতে কলকাতা গেলে সেখানে তিনি বাবার অবস্থা দেখে নিজেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সোহেলের শারীরিক অবস্থা বিবেচনা করে ছেলের মৃত্যুর খবরটি তার কাছে গোপন রাখা হয়। চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর ছেলের মৃত্যুর খবরটি তাকে জানানো হলে তিনি মানসিকভাবে ভেঙে পরেন।

গতকাল ভোর রাতে তিনি মাথায় রক্তক্ষরণজনিত কারণে মারা যান। তার প্রথম নামাজে জানাজা বাদ জোহর বিসিক শিল্প নগরীতে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা আজ নারুলি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। তাকে আজ বগুড়ার নামাজগড় কবরস্থানে দাফন করা হবে। সোহেলের লাশ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। দেশের বাইরে থেকে তার আত্মীয় স্বজন আসলে দাফন করা হবে।

সোহেল বগুড়ার স্থানীয় দৈনিক আলো প্রতিদিনের সম্পাদক ছিলেন। পাশাপাশি বগুড়া প্রেস ক্লাবের সদস্য, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, সাবেক জেলা ছাত্রলীগের সেক্রেটারি, চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক ছিলেন। মৃত্যুকালে তিনি একমাত্র মেয়ে গুঞ্জন ও তার স্ত্রীসহ আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব শুভাকাক্সক্ষী রেখে যান।

Print Friendly, PDF & Email