
বরিশালের বাবুগঞ্জ থেকে প্রকাশিত মাসিক আলোকিত বাবুগঞ্জ পত্রিকার এক বছর পুর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে উদ্যাপন করা হয়েছে ।
গতকাল বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে রেস্টুরেন্ট কামিনি রিফ্রেশ জোনে জমকালো অনুষ্ঠানে আলোকিত বাবুগঞ্জ পত্রিকার সম্পাদক প্রভাষক সাইফুল রহিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার বলেন,সাংবাদিকরা জাতীর বিবেক।সত্য ও বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমেই সমাজ পরিবর্তনে পত্রিকাটি ভূমিকা পালন করবে বলে আশা করি। সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে বাবুগঞ্জ উপজেলা বরিশাল বিভাগের মধ্যে শ্রেষ্ঠ উপজেলায় পরিনত হতে পারে সাংবাদিকদের মাধ্যমেই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাবুগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ আব্দুস ছালাম, আলোকিত বাবুগঞ্জ পত্রিকার প্রধান উপদেষ্ঠা সোহাইল এন আলী খান, উপদেষ্ঠা শাহজাহান খান,আলহাজ্ব আব্দুল বারী শরীফ, বিআরডিবি ইউডিও শরিফ আব্দুল আহাদ,প্রথম সকাল পত্রিকার কম্পিউটার ইনচার্জ হাফিজ সাধীন। পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ আলী ও ব্যবস্থাপনা সম্পাদক আরিফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোকিত বাবুগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক এম এম নুরুল ইসলাম,সাংবাদিক শপিকুল ইসলাম,আব্দুল্লাহ মামুন, আরিফ হোসেন রহমান,এস আই আজাদ,প্রবাসী মোঃ সাদাত সিকদার,আরাফাত হোসেন ফরিদ প্রমুখ।