অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়নের দাবিতে পবিপ্রবিতে মানববন্ধন
মো:মুস্তাফিজুর রহমান পাপ্পু: মো:মুস্তাফিজুর রহমান পাপ্পু:
সিনিয়র রিপোর্টার

প্রানিসম্পদ অধিদপ্তরের অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা.
রবিবার বিশ্ববিদ্যালয়ের বরিশালের বাবুগঞ্জস্থ বহিক্যাম্পাসে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন ডিগ্রির সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসুচি পালন করে.
বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ফেডারেশন এর ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন (ভিএসএ)পবিপ্রবির উদ্যোগে আয়োজিত কর্মসুচিতে উপস্থিত ছিলেন ভিএসএ’র সহ সভাপতি (ভিপি) দ্বীপ রতন ঘোষ, সাধারণ সম্পাদক (জিএস) মো মোর্শেদ আলম নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক মো ফেরদৌস , মো আতিকুল হাসান মিলন,সাংগঠনিক সম্পাদক তাপস হালদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো রাকিবুল হাসান রাকিব, দপ্তর সম্পাদক মো ইফতেখারুল হাসান রাফি, বিভিন্ন সেমিস্টারের ছাত্র ছাত্রী বৃন্দ সহ প্রমুখ.
সাধারণ সম্পাদক মো মোর্শেদ আলম নাঈম বলেন, ” দেশের প্রানিজ আমিষের চাহিদা পূরনে অবিলম্বে প্রানিসম্পদ অধিদপ্তরের অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়নের জোরালো দাবি জানাচ্ছি “