গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৬, আহত ২৮

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ৭:৪৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০১৮ | আপডেট: ৭:৪৪:পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০১৮

গোপালগঞ্জে প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বরিশাল থেকে ঢাকাগামী সুগন্ধা পরিবহনের একটি বাস খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ৬জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহদ হয়েছেন আরও ২৫ যাত্রী। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সিনদিয়াঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মো. ইসলাম সরকার ঘটনাস্থল থেকে জানান, বরিশাল থেকে ছেড়ে আসা সুগন্ধা পরিবহণের ওই বাসটি মুকসুদপুরের চুমুরদি নামক এলাকায় শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ৬জন নিহত হন। তাৎক্ষনিকভাবে এদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুকসুদপুর থানার ডিউটি অফিসার এএসআই আ. গফুর জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশসহ দমকল বাহিনীর লোকজন উদ্ধার তৎপরতা শুরু করে। দুর্ঘটনা কবলিত বাসটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। সূত্র: যুগান্তর

Print Friendly, PDF & Email