স্বাধীনতা দিবস চ্যাম্পিয়ন পুরস্কার জিয়াউল মোর্শেদের হাতে

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৮ | আপডেট: ১০:৩৫:অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৮

মাদারীপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলার ঐতিহ্যবাহী ও জাতীয় (হাডুডু) কাবডি প্রতিযোগিতার ফাইনাল খেলার আয়োজন করে মাদারীপুর জেলা পুলিশ। এতে সদর মডেল থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাজৈর থানা দল। এতে প্রধান অতিথি চ্যাম্পিয়ন পুরস্কার তুলে দেন টিম ম্যানেজার ও রাজৈর থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল মোর্শেদ হাতে।

 

গত শনিবার বিকাল সোয়া ৫টার দিকে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পুলিশ লাইন্স মাঠে। এক আনন্দ মুখর পরিবেশে বর্ণঠ্য আয়োজনের মধ্যে দিয়ে (হাডুডু) কাবডি প্রতিযোগিতার ফাইনাল খেলা হাড্ডা হাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা দুটি দল অংশ গ্রহন করে, তারাহল শক্তিশালী মাদরীপুর সদর মডেল থানা দল ও র্দূধর্ষ রাজৈর থানা দল। তবে খেলার নির্ধারিত সময় শেষে রাজৈর থানা দল ২৮-২৬ পয়েন্টে সদর মডেল থানা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন আন্তজার্তিক মানের রেফারী,আমজাদ হোসেন মজনু, মোঃ মনির হোসেন, আবদুর রহমান। রাজৈর থানা দল চ্যাম্পিয়ন পুরস্কার তুলে দেওয়া হয়। পুস্কার গ্রহন করেন টিম ম্যানেজার রাজৈর থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল মোর্শেদ, ওসি তদন্ত সিরাজুল ইসলাম ও দলনায়কসহ বিজয়ী সকল খেলোয়ার বৃন্দ।

 

বাংলাদেশের এই খেলা কমে গেলেও গ্রাম বাংলায় বিবাহিত ও অবিবাহিত যুবকদের মধ্যে হাডুডুু খেলার একটা প্রচন এখনো অনেক গ্রামগঞ্জে রয়েছে। তবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই (হাডুডু)কাবডি খেলা দেখতে মাদরীপুর পুণিশলাইন্স মাঠে হাজারো মানুষের ঢল নামে। আগত দর্শক তাদের গ্রামীণ ঐতিহ্যের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে নির্মল আনন্দ এই খেলার মাঝে খুজে পাওয়ার চেষ্টা করে। এখেলা আয়োজনের মধ্য দিয়ে এলাকার যুব সমাজকে ক্রীড়ামুখি করে তোলার আশাবাদ প্রকাশ করেন আযোজকরা।

 

মাদারীপুর পুলিশ সুপার মোঃ সরোয়ার হোসেন এর সভাপতিত্বে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জাতীয় খেলা(হাডু-ডু) কাবাডি ফাইনাল খেলায় প্রধান অতিথি হিেিসবে উপস্থিত থেকে খেলা উপভোগ কওে ও পুরস্কার বিতরন করেন, নৌপরিবহন মন্ত্রনালয়ের মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গেস্ট অফ অনার, অতিরিক্ত ডিআজি (পরসোনাল ম্যানেজমেন্ট-১) ও সাধারন সম্পাদক বাংলাদেশ কাবাডি ফেডারেশন, মাদারীপুর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, রাজৈর পৌরসভার মেয়র শামিম নেওয়াজ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে. অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) ও আহবায়ক স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতা টুর্নামেন্ট কমিটি ২০১৮, স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতা টুর্নামেন্ট কমিটির সম্পাদক গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) সুমন দেব, সদর থানার টিম ম্যানেজার ও অফিসার ইনচার্জ কামরুল হাসান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুকদেব, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারন সম্পাদক জামিল হোসেন মনির, সদস্য সুরুজ বাঙ্গালীসহ জেলার সকল থানার ওসি, অফিসার ও ক্রিড়া আমওদী ব্যাক্তি বর্গ।

 

উল্যেখ্য গত বুধবার সকালে (হা ডু-ড) কাবাডি খেলার প্রতিযোগিতায় দুই গ্রুপে ছয়টি দল অংশগ্রহন করে। তারা হল সদর মডেল থানা দল, শিবচর থানা দল, কালকিনি থানা দল, রাজৈর থানা দল, ডাসার থানা দল ও পুলিশ লাইন্স দল।

Print Friendly, PDF & Email