বাবুগঞ্জে দূর্ধষ ডাকাত গ্রেফতার

আরিফ হোসেন আরিফ হোসেন

বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৮ | আপডেট: ১০:৩৮:অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৮

বাবুগঞ্জে একাধিক মামলার আসামী দূধর্ষ ডাতাত সর্দার ছমির হাওলাদার (৩৮) কে গ্রেফতার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। শুক্রবার দিবাগত ভোর রাত ৩টায় বাবুগঞ্জ থানার এস আই তাজেল এর নেতৃত্বে এএসআই সেলিম,পলাশ ও রাজুসহ কয়েকজন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মাধবপাশা বাজার সংলগ্ন শশুরালয় থেকে ছমির হাওলাদার(৩৮) গ্রেফতার করতে সক্ষম হয়।

 

বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুস ছালাম জানান, ছমির হাওলাদারের নামে নলছিটি ও মঠবাড়িয়া থানায় একাধিক ডাকাতি মামলায় ২টি ওয়ারেন্ট রয়েছে । গোপন সংবাদের ভিত্তিতে বাবুগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে বরিশাল আদালতে প্রেরন করেন। ছমির বাবুগঞ্জের দেহেরগতি রানী স্কুল এলাকার ফজর আলীর পূত্র বলে জানা গেছে। নলছিটি থানায় মামলা নং- জিআর ৯২/১৭ ,মঠবাড়িয়া থানায় মামলা নং-জিআর১৪৭/১৫।

Print Friendly, PDF & Email