
বাবুগঞ্জে একাধিক মামলার আসামী দূধর্ষ ডাতাত সর্দার ছমির হাওলাদার (৩৮) কে গ্রেফতার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। শুক্রবার দিবাগত ভোর রাত ৩টায় বাবুগঞ্জ থানার এস আই তাজেল এর নেতৃত্বে এএসআই সেলিম,পলাশ ও রাজুসহ কয়েকজন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মাধবপাশা বাজার সংলগ্ন শশুরালয় থেকে ছমির হাওলাদার(৩৮) গ্রেফতার করতে সক্ষম হয়।
বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুস ছালাম জানান, ছমির হাওলাদারের নামে নলছিটি ও মঠবাড়িয়া থানায় একাধিক ডাকাতি মামলায় ২টি ওয়ারেন্ট রয়েছে । গোপন সংবাদের ভিত্তিতে বাবুগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে বরিশাল আদালতে প্রেরন করেন। ছমির বাবুগঞ্জের দেহেরগতি রানী স্কুল এলাকার ফজর আলীর পূত্র বলে জানা গেছে। নলছিটি থানায় মামলা নং- জিআর ৯২/১৭ ,মঠবাড়িয়া থানায় মামলা নং-জিআর১৪৭/১৫।