বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে সিমেন্টবোঝাই মালবাহি নৌ-যান (বাল্কহেড) ডুবির ঘটনা ঘটেছে। শনিবার (৩১ মার্চ) সকালে উপজেলার ধুলখোলা ইউনিয়নের মাটিয়ালা গ্রাম সংলগ্ন নদীতে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। বেলা ২ টায় বিষয়টি নিশ্চিত করে নৌ-যানের চালক সুজন মাঝি জানান, বরিশাল থেকে ২ হাজার ৭০৪ ব্যাগ এ্যাংকর সিমেন্ট বোঝাই করে পাবনার উদ্দেশ্যে যচ্ছিলো তারা। পথিমধ্যে সকাল ৮ টার দিকে আকস্মি ঝড়ে শাহ-ইমন নামের তাদের বাল্কহেডটি নদীতে ডুবে যায়। এসময় শাহ নৌযানে থাকা ৪ জনের সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। তিনি বলেন, নৌ-যানটি উদ্ধার ও থানা পুলিশকে বিষয়টি লিখিতভাবে জানানো জন্য মালিক মাদারীপুরের কাঠালবাড়ি থেকে হিজলার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।নৌযানটি উদ্ধারে সকল ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছেন নৌ-যানের মালিক জলিল মাঝি। নৌ-পুলিশের হিজলা ফাঁড়ির ইনচার্জ এসআই উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাল্কহেডটি যে স্খানে ডুবেছে, সে স্থানটি সনাক্ত করা হয়েছে। পাশাপাশি এ দুর্ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
